বাংলা৭১নিউজ, ডেস্ক: সেলফি জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। যখনই যে সুযোগ পাচ্ছে সেই তুলে ফেলছে সেলফি। সেই সেলফিকে আরও সহজলভ্য, পছন্দসই আর আকর্ষণীয় করে তোলার জন্য আবিষ্কার হয়েছিল সেলফি স্টিক। সেই সেলফি স্টিককেই বছরের সেরা আবিষ্কার হিসাবে স্বীকৃতি দিল টাইম ম্যাগাজিন।
মানুষের জীবনের সঙ্গে সেলফি যেভাবে জড়িয়ে গিয়েছে, সেই সেলফিকে আরও উন্নত করার স্বীকৃতি হিসাবে ২৫ জিনিসের তালিকায় সবার আগে রাখা হল সেলফিকে।
গোটা বিশ্বের পাঁচ জনের মধ্যে একজন মানুষ ফেসবুকে তাদের সেলফি পোস্ট করেন। সেখানে এই স্টিক সেলফিকে আলাদা মর্যাদা দিয়েছে বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।
গত বছর অক্সফোর্ড অভিধানের বিচারে বর্ষসেরা শব্দ হয়েছিল সেলফি। বোঝাই যাচ্ছে সেলফি কীভাবে গোটা বিশ্বকে ছেয়ে ফেলছে।
বাংলা৭১নিউজ/বিকে