বাংলা৭১নিউজ,ঢাকা: নতুন বর্ষবরণ উৎসবে মেতেছে দেশ। দেশজুড়ে সব ধরনের মানুষ আানন্দে মেতেছে। ছায়নটের অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাল দেশের মানুষ। বরাবরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ছায়ানট। এবারও সকাল সোয়া ছয়টার দিকে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। ছায়ানটের আয়োজনে শামিল হতে ভোরেই রমনার বটমূলে নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের সমাগম ঘটে। তাদের পরনে ছিল রঙিন পোশাক। চোখে-মুখে উচ্ছ্বাস।
ছায়ানটের এই আয়োজনে নতুন বছরের প্রথম প্রভাতে রমনা উদ্যান স্পন্দিত হয়ে ওঠে। ছায়ানটের বর্ষবরণের এবারের প্রতিপাদ্য বিষয় ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’।
কড়া নিরাপত্তাব্যবস্থায় পালিত হয় এবারের ছায়ানটের বর্ষবরণ। পার্কে ঢোকার জন্য গেট আলাদা। সেখানে আর্চওয়ে বসানো হয়েছে। ছায়ানট বটমূল প্রাঙ্গণের গেট আলাদা। দুভাবেই তল্লাশি করে তারপর সবাইকে ঢোকানো হচ্ছে। বটমূলে অনেক মানুষের ভিড়। তবে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষকে পানি, বাতাসা, চিনির তৈরি বিভিন্ন মিষ্টান্ন বিনা মূল্যে বিতরণ করছে পুলিশ।
চারুকলা অনুষদের সামনের সড়কে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রতিকৃতিগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। মানুষ ইতিমধ্যে সেখানে জড় হয়ে ছবি তুলছে। শোভাযাত্রা শুরু হয়েছে নয়টার দিকে। নিরাপত্তাব্যবস্থা হিসেবে র্যাব, পুলিশের ইউনিট প্রস্তুত রয়েছে। এ ছাড়া রোভার স্কাউটের সদস্যরা সেখানে রয়েছে। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।
বাংলা৭১নিউজ/এস.এম