বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষনা করছে। সরকার যেমন জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছে তেমনি করে মাদক নির্মূল করতে সক্ষম হবে। কোন অবস্থায় মাদককে ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভূক্ত। বর্তমান সরকার উন্নয়ন মূলক সরকার। এ সরকারের আমলে একের পর এক উন্নয়ন কার্যক্রম চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এ সরকারের একটি বিশেষ অর্জন। তথ্য প্রযুক্তিতেও আমরা আরো এগিয়ে যাচ্ছি। স্বাধীনতা বিরোধী শক্তি যাতে কোন ষড়যন্ত্র না করতে পরে এজন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোড়েলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী খান, সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক, সাবেক যুবলীগ সভাপতি মোঃ মুশফিকুর রহমান নাহার, আওয়ামীলীগ নেতা ও এপিপি খান সিদ্দিকুর রহমান প্রমূখ।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় শেষে বিকেলে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেবেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
বাংলা৭১নিউজ/জেএস