বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের আয়োজনে পালিত হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হকে’র ১৪৭ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ২৬ অক্টোবর সকাল ১০ টায় শেরে বাংলা এ কে ফজলুল হকে’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রভোস্ট, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো: ইব্রাহিম মোল্লার নেতৃত্বে হল প্রশাসন।
এসময় অন্যান্যদের মধ্যে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগর সহকারি অধ্যাপক মো: সোহেল রানা, সেকশন অফিসার মো: জসিম উদ্দিন সহ কর্মকর্তা ও কর্মচারিরা উপস্হিত ছিলেন। শেরে বাংলা এ কে ফজলুল হকে’র ১৪৭ তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মানাজাত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি