বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধিঃ ফেনসিডিল নিতে বরিশাল থেকে বেনাপোলে মোটরসাইকেল চালিয়ে এসেছেন এক স্কুলশিক্ষক। ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা ৫ জন পালিয়ে গেলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে পারেননি বরিশাল শহরের নামি সরকারি স্কুলের এই শিক্ষক।
আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন। তিনি বরিশাল গভ. মডেল স্কুল এবং কলেজের সহকারী শিক্ষক।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বিজিবির গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজারে তহল চালানো হয়। বরিশাল যাওয়ার পথে শিকড়ি বটতলা নামক স্থানে টহলরত বিজিবির সদস্যরা সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার ঘাড়ে ঝুলানো স্কুলব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল দেখতে পায়।
আটক নজরুল ইসলাম সুমন সাংকাদিকদের বলেন, তারা ৬ জন বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বেনাপোলে ফেনসিডিল নিতে এসেছিলেন।
ইতিপূর্বে অনেকবার তারা ফেনসিডিল নিয়ে গেছেন একইভাবে।
শিক্ষক সুমন আরও জানান, তাদের সাথে ছিল বরিশালের সদর হাসপাতালের ডাক্তার মিঠু, উত্তরা ব্যাংক কর্মকর্তা ডোনা, বিশিষ্ট ব্যবসায়ী বুলেট এবং মনির। তারা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন।
আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।
বাংলা৭১নিউজ/এফএস