মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

বরিশালে শিশুকন্যার মুক্তিপণ ৪০ লাখ টাকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না পেলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় মুক্তিপণ চাওয়া হয় বলে পুলিশকে জানান মেয়েটির বাবা। এর আগে রবিবার সকালে নিজ বাসা থেকে অপহৃত হয় সাড়ে তিন বছর বয়সী দীপা রানী পুটি নামের শিশুটি।

বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ রোড নতুন মসজিদসংলগ্ন গলির বাদল কমিশনারের বাড়ির ভাড়াটিয়া কাউনিয়া বাসের হাটসংলগ্ন একটি মিস্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার ও চায়না সমাদ্দার দম্পতির মেয়ে দীপা রানী পুটি।

অপহরণ ও মুক্তিপণ দাবির খবর জানতে পেরে রাতে শিশুর বাসায় যায় পুলিশ। শিশুটি উদ্ধারের অভিযান শুরু হয়েচে জানিয়ে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক আশা করছেন খুব শিগগির অপহৃত শিশুকে উদ্ধার করা সম্ভব হবে।

শিশুর বাবা বিনয় সমাদ্দার সাংবাদিকদের জানান, রবিবার সকাল ১০টার দিকে দীপা রানী ঘরের সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে তার আর খোঁজ মিলছিল না। প্রতিবেশীসহ নিকটাত্মীয় স্বজনদের কাছে খোঁজ-খবর ও এলাকায় মাইকিং করে তার সন্ধান না পেয়ে নিখোঁজের বিষয়টি থানায় জানানো হয়।

বিনয় সমাদ্দার বলেন, ‘দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার (বিনয় সমাদ্দার) নম্বরে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তি মেয়ের মুক্তির বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করে। তার পরিচয় জানতে চাইলে ফোনের সংযোগ কেটে দেয়।’

সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় একই নম্বর থেকে ফোন আসে। তখন ৪০ হাজারের পরিবর্তে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তা না হলে মেয়েকে হত্যা করার হুমকি দেয়া হয়। কীভাবে টাকা পাঠাতে হবে বা কোথায় দিয়ে আসতে হবে তা না জানিয়ে ফোনের সংযোগ কেটে দেয়া অপর প্রান্ত থেকে। মুক্তিপণ ও হুমকি দেয়ার বিষয়টি পুলিশকে জানান দীপা রানীর বাবা।

রাতে বিএমপির দক্ষিণ জোনের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন ভূইয়া, কোতোয়ালি মডেল থানা, গোয়েন্দা (ডিবি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে শিশুটিকে উদ্ধারে জোরালোভাবে অভিযান চলছে। এ জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

বাংলা৭১নিউজ/আর এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com