বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

বরিশালে শিশুকন্যার মুক্তিপণ ৪০ লাখ টাকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ১৩৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না পেলে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় মুক্তিপণ চাওয়া হয় বলে পুলিশকে জানান মেয়েটির বাবা। এর আগে রবিবার সকালে নিজ বাসা থেকে অপহৃত হয় সাড়ে তিন বছর বয়সী দীপা রানী পুটি নামের শিশুটি।

বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ রোড নতুন মসজিদসংলগ্ন গলির বাদল কমিশনারের বাড়ির ভাড়াটিয়া কাউনিয়া বাসের হাটসংলগ্ন একটি মিস্টির দোকানের কর্মচারী বিনয় সমাদ্দার ও চায়না সমাদ্দার দম্পতির মেয়ে দীপা রানী পুটি।

অপহরণ ও মুক্তিপণ দাবির খবর জানতে পেরে রাতে শিশুর বাসায় যায় পুলিশ। শিশুটি উদ্ধারের অভিযান শুরু হয়েচে জানিয়ে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিক আশা করছেন খুব শিগগির অপহৃত শিশুকে উদ্ধার করা সম্ভব হবে।

শিশুর বাবা বিনয় সমাদ্দার সাংবাদিকদের জানান, রবিবার সকাল ১০টার দিকে দীপা রানী ঘরের সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর থেকে তার আর খোঁজ মিলছিল না। প্রতিবেশীসহ নিকটাত্মীয় স্বজনদের কাছে খোঁজ-খবর ও এলাকায় মাইকিং করে তার সন্ধান না পেয়ে নিখোঁজের বিষয়টি থানায় জানানো হয়।

বিনয় সমাদ্দার বলেন, ‘দুপুরের দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার (বিনয় সমাদ্দার) নম্বরে কল আসে। অপর প্রান্তে থাকা ব্যক্তি মেয়ের মুক্তির বিনিময়ে ৪০ হাজার টাকা দাবি করে। তার পরিচয় জানতে চাইলে ফোনের সংযোগ কেটে দেয়।’

সন্ধ্যার দিকে দ্বিতীয় দফায় একই নম্বর থেকে ফোন আসে। তখন ৪০ হাজারের পরিবর্তে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তা না হলে মেয়েকে হত্যা করার হুমকি দেয়া হয়। কীভাবে টাকা পাঠাতে হবে বা কোথায় দিয়ে আসতে হবে তা না জানিয়ে ফোনের সংযোগ কেটে দেয়া অপর প্রান্ত থেকে। মুক্তিপণ ও হুমকি দেয়ার বিষয়টি পুলিশকে জানান দীপা রানীর বাবা।

রাতে বিএমপির দক্ষিণ জোনের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন ভূইয়া, কোতোয়ালি মডেল থানা, গোয়েন্দা (ডিবি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আপাতত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে শিশুটিকে উদ্ধারে জোরালোভাবে অভিযান চলছে। এ জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

বাংলা৭১নিউজ/আর এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com