বাংলা৭১নিউজ, বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার কর্মী সমর্থকদের মাঠে থাকার আহবান জানিয়েছেন।
আজ বিকাল সাড়ে চারটার দিকে নগরীর কাউনিয়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। সরোয়ার বলেন, গত কয়েকদিনে আমাদের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শত শত নেতাকর্মীর বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। এর মধ্যেও আমারা প্রচার প্রচারণা চালিয়ে গেছি। যে কোন অবস্থায় মাঠে থাকার আহবান জানিয়েছি।
আমি আশা করব শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে অবস্থান করবে।
তিনি অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আমাদের প্রচার প্রচারণা চালাতে গিয়ে ক্ষমতাসীন দলের লোক জনের কাছ থেকে বাঁধা পেয়েছে নেকাকর্মীরা। অনেক স্থানে হামলার ঘটনাও ঘটেছে। আমরা বিষয়গুলো নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি।
কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি। শহরের বাইরে থেকে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শহরে অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বহিরাগতদের শহর ছাড়ার নির্দেশ দিলেও তারা এই শহরেই অবস্থান করছে। তিনি বলেন, এই বহিরাগতরা নির্বাচনের জন্য জাস্ট ডিস্টার্ব।
আগামীকাল বরিশালসহ সিলেট এবং রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি করপোরেশন নির্বাচন। সূত্র: মারুফ কিবরিয়া, মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস