বাংলা৭১নিউজ, বরিশাল প্রতিনিধি: বরিশালের কাওয়ানিস্থ সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক স্কুলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের হট্টগোল, হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ সকাল ৮.৪০ মিনিটে সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক স্কুল কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মজিবুর রহমান সরোয়ার ভোট প্রদানকালে এ ঘটনা ঘটে।
সরোয়ার ভোট প্রদানকালে কেন্দ্রে ভেতরে জটলা তৈরি হলে এ সময় আওয়ামী লীগ সমর্থকরা পুলিশের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়ে।
আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা সেøাগান দিয়ে কেন্দ্রর ভেতরে বাইরে মিছিল করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মজিবুর রহমান সরোয়ার ভোটার আইডি বাড়িতে ফেলে আসায় ভোট প্রদান করতে দেরি হয়। এ সময় বাইরে থাকা আওয়ামী লীগ কর্মীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। সূত্র: মানবজমিন।
বাংলা৭১নিউজ/জেএস