বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্ৰামে এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সকালে তারা পাশের বাগানে লেবু আনতে যায়। এ সময় বাগানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫) নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এবি