বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলার রায়ের প্রতিবাদসভা করেছে বরিশাল বিএনপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডে দলের কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন পান্না, সদর উপজেলা বিএনপির জিয়াউল হক সাবু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভোটচোর সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বিভাগকে ব্যবহার করে তারেক রহমান ও জোবাইদা রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছে। আবার ক্ষমতা দখলের জন্য তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাদখলের অপচেষ্টা পূরণ হবে না।
কারণ দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে। তার জনপ্রিয়তা কারণেই সরকার ঈর্ষান্বিত হয়ে ফরমায়েশি রায় দিয়েছে। এই রায় দিয়ে বিএনপির নেতাকর্মীদের মনবল ভাঙা যাবে না। আমরা সর্বশক্তি নিয়ে এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষের অধিকার আদায় করে তার পর ঘরে ফিরব।
বাংলা৭১নিউজ/এসএইচ