বাংলা৭১নিউজ,(বরিশাল)প্রতিনিধি: রিশালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভোররাতে নগরীর কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মালেক ফকির নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত র্যাবের পক্ষ থেকে বিস্তাারিত কিছু জানানো হয়নি।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক মো. আসাদ জানান, সকালে র্যাবের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী মালেক ফকিরের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএইচ