বাংলা৭১নিউজ, বরিশাল প্রতিনিধি: ব্যালট পেপার ছিনিয়ে নেয়া ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সোয়া তিন ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব।
সোমবার বেলা ১১.১৫ মিনিটে নগরীর অশ্বিনি কুমার হলের সামনে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান হাতপাখা প্রতীকের এই প্রার্থী।
চরমোনাইয়ের পীরের দলের এই প্রার্থী বলেন, ‘বরিশালে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। পুলিশ ব্যালট পেপার ছিনিয়ে নিচ্ছে। এই পরিবেশে ভোটে থাকার কোনো মানে হয় না।’
সকাল আটটা থেকে ১২৩টি কেন্দ্রে ভোট শুরু হয় নগরীতে, চলবে বিকাল চারটা পর্যন্ত।
এর মধ্যে সকাল পৌনে নয়টার দিকে ভোট দিতে এসে ৫০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন বিএনপির মজিবর রহমান সরোয়ার। আগের দিন তিনি শেষ পর্যন্ত ভোটে থাকার প্রত্যয়ের কথা জানালেও এদিন বলেন, এজেন্টদের বের করে দেয়া হলে ভোটে থাকার মানে নেই। তবে এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। সূত্র: ঢাকাটাইমস।
বাংলা৭১নিউজ/জেএস