বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যুবকের নাম এখলাস হোসেন (২২)। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মৃতের সংখ্যা তিন জনে দাঁড়িয়েছে। এছাড়া আজ দুপুরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কনেসহ এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ছয়জন।
আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে মহানগরের শ্রীরামপুর ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে এখলাসের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আরো দুজনের মৃত্যুর বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
নিহত এখলাস পবা উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে এবং নৌকাডুবিতে নিখোঁজ কনে সুইটি খাতুন পূর্ণিমার চাচাতো ভাই। এছাড়া এখলাস পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
শনিবার সকালে পদ্মা নদীর চারঘাট অংশের ইউসুফপুর থেকে মনি বেগম (৪৫) নামে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিখোঁজ কনের চাচি। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ছয়জন।
বাংলা৭১নিউজ/এফআর