বাংলা৭১নিউজ,(বরগুনা)প্রতিনিধি: বরগুনায় লকডাউনে সরকারি আদেশ ও স্বাস্থ্য নির্দেশিকা অমান্য করে কারণ ছাড়া ঘুরতে আসা প্রায় ৫৫ জন পথচারীকে দিয়ে ২ ঘণ্টা পুলিশি ডিউটি করানো হয়েছে।
বুধবার সকালে পৌর শহরে তাদের দিয়ে এ ডিউটি করানো হয়।
বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেনের নির্দেশে ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.শাহজাহান হোসেন।
মো. শাহজাহান হোসেন বলেন, প্রতিদিন পুলিশ, র্যা ব, নৌবাহিনী আপ্রাণ চেষ্টা করেও জনগণকে ঘরে রাখতে পারছি না। অহেতুক বাজারে এসে ঘোরাফেরা করে। কেন বাজারে এসেছেন, জানতে চাইলে কোনো উত্তর দিতে পারছেন না তারা।
তিনি বলেন, আজকে তাদের ধরে পুলিশি ডিউটি করানো হয়েছে। অনেককে কায়িক লঘু শাস্তি দেয়া হয়েছে। মানুষের কোনো জ্ঞানবোধ নেই। নিজেরা সচেতন না হলে সরকার সচেতন করতে পারে না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।
বাংলা৭১নিউজ/এমআর