বাংলা৭১নিউজ,(বরগুন)প্রতিনিধি: বরগুনায় বাসচাপায় সুখরঞ্জন সিকদার নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুখরঞ্জন নিশানবাড়িয়া এলাকার মুকুন্দ সিকদারের ছেলে ও তিনি নলটোনা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কবীর বলেন, সুখরঞ্জন সিকদার নিশানবাড়িয়ার একজন ব্যবসায়ী। তিনি সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে নিশানবাড়িয়া চৌরাস্তায় ওঠেন। এ সময় বরগুনা থেকে নিশানবাড়িয়াগামী রিমি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর হোসেন মাহমুদ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.এ.বি