বাংলা৭১নিউজ, বরগুনা : বরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি আবদুল জব্বার হাওলাদার (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত জব্বার ডাকাত সর্দার। তার নামে ডাকাতি ও অস্ত্রসহ ১৬ মামলার রয়েছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত আবদুল জব্বারের আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান আমতলী থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বাদল।
ওসি বলেন, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া গ্রামে ডাকাতির হচ্ছে খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে ঘটনাস্থলে আবদুল জব্বার নিহত হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
ওসি আরও জানান, নিহত আবদুল জব্বারের বিরুদ্ধে আমতলী, বরগুনা সদর ও পটুয়াখালীর বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র ১৬টি মামলা রয়েছে। জব্বারের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এম