চাঁপাইনবাবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার মধ্যচর ও জেল্লাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, সিনিয়র নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, অফিস সেক্রেটারি অধ্যাপক আমানুল্লাহ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, সহকারী সেক্রেটারি অধ্যাপক দুরুল হোদা, মিডিয়া ও সাংস্কৃতিক সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএম