বাংলা৭১নিউজ,বিনোদন ডেস্ক: বন্ধুটিকে আপনার ভাল লাগে৷ আর সেই ভাললাগা নিছক বন্ধুত্ব নয়৷ বন্ধুত্বের চেয়েও খানিক বেশি৷ কিন্তু এমন বন্ধুকে ভাললাগার কথা জানানো উচিত কি? আর জানালেও সেই সম্পর্ক আদৌ কোনও পরিণতি পাবে কি না তা নিয়ে সংশয় থেকে যায়৷ গবেষকরা বলছেন, একতরফা প্রেম বা ভাললাগা থেকে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে৷
গবেষক এডওয়ার্ড লেমে এবং নোয়া উলফ জানিয়েছেন, একতরফা সম্পর্কের ক্ষেত্রে বা ভাললাগার ক্ষেত্রে যে কোনও একজন বন্ধু অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন৷ এই ধরনের ভাললাগার ক্ষেত্রে যিনি ভালবেসে ফেলেন তিনি মনের গভীরে ভাবেন তাঁর বন্ধুটিও বুঝি তাঁকে একইভাবে পছন্দ করেন৷ তাই নিজের অজান্তেই তিনি তাঁর ভালবাসার মানুষটির কাছাকাছি চলে যান৷ কখনও ফ্লার্ট করেন বা ইশারা-ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি আসলে সম্পর্কে ঠিক কী চাইছেন৷
কিন্তু গবেষকরা জানিয়েছেন, অনেক সময় অপর বন্ধুটির হয়তো তেমন ভাবনা থাকে না৷ তিনি বন্ধুত্ব নিয়েই যথেষ্ট খুশি৷ কিন্তু অপর ব্যক্তির ভিন্ন ইশারা এবং ফ্লার্ট তাঁর মনের ভাবনাকেও পরিবর্তন করতে সাহায্য করে৷
গবেষণায় দেখা গিয়েছে, কোনও বন্ধু-যুগলের একজন যদি অপরের প্রতি দুর্বল হন এবং তিনি যদি ক্রমাগত অপর বন্ধুটিকে বুঝিয়ে যান যে তিনি তাঁর বন্ধুকে কত ভালবাসেন, তবে দু’জনের সম্পর্কে অবশ্যই একটি পরিবর্তন আসবে৷ অপর বন্ধুও তাঁকে অন্য চোখে দেখতে শুরু করবেন৷ বন্ধুত্বের বাইরেও অন্য সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে এমন ঘটনা ঘটলে৷
কিন্তু গবেষকরা একথাও বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হওয়া সময়সাপেক্ষ৷ বন্ধুর মন পেতে বা তাঁকে নিজের মনের কথা বুঝিয়ে বলতে অনেকটা সময় লেগে যেতে পারে৷
তাই আপনার যদি আপনার নিজের খুব ভাল বন্ধুকেই ভাল লেগে থাকে, তবে তাঁকে ইশারায় মনের কথা বুঝিয়ে বলতে পারেন৷ কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, বন্ধু কিন্তু আপনার বিষয়ে এমন ভাবতে নাই পারেন৷ সেক্ষেত্রে দুঃখ পেলে চলবে না৷ বরং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সেই মুহূর্তের জন্য যখন আপনার বন্ধুটিও আপনাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাববেন৷
বাংলা৭১নিউজ/এসএম