বগুড়া শহরের চকসুত্রাপুরে পূর্ব শত্রুতার জেরে আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার শহরের চকসুত্রাপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর ৫টায় শহরের ৪ নম্বর ওয়ার্ডে চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় আনোয়ারকে ছুরিকাঘাত করে তার বন্ধু সুজন। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করতো। তবে অজ্ঞাত এক কারণে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত আনোয়ারের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করতে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের মধ্যে শত্রুতার কারণ জানা যায়নি।
বাংলা৭১নিউজ/জিকে