বাংলা৭১নিউজ, খুলনা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উন্নয়নের নয়, বন্দুকের জোরে ক্ষমতায় থাকার রোল মডেল বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। নির্বাচনকালীন সহায়ক সরকার করতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে।’
আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে খুলনার একটি হোটেলে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বক্তৃতা করেন, মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি।
বাংলা৭১নিউজ/জেএস