বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত সুমন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে। সদর উপজেলার চরকালিবাড়ি লোকনাথ মন্দিরসংলগ্ন সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।
মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পুলিয়ামারি শাইখ সিরাজ সড়কের মাথায় এ বন্দকযুদ্ধের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল হোসেন আকন্দ জানান, দিবাগত রাতে চরপুলিয়ামারী এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
একপর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল ইলিয়াস মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এসএম