বাংলা৭১নিউজ, ঢাকা : ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় ঈদ জামাতের পাশে পুলিশের ওপর হামলার আসামি শফিউল ইসলামসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাবের তিন সদস্য।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের নান্দাইলে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, রাত সোয়া ১১ টার দিকে নান্দাইলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ডাংগীর গ্রামে র্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধ হয়। এতে দুজন নিহত হয়েছেন।
আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয় বলে জানান ওসি আতাউর রহমান। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেননি তিনি।
র্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. শরীফুল ইসলাম জানান, ঈদের দিন পুলিশের গুলিতে আহত জঙ্গি শফিউলকে ময়মনসিংহে চিকিৎসা শেষে কিশোরগঞ্জ ফিরিয়ে আনা হচ্ছিল। আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নিতে র্যাবের গাড়িবহরে হামলা চালায়। র্যাবও আত্মরক্ষার্থে গুলি করে। এতে শফিউল ও অজ্ঞাত এক হামলাকারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে তিনটি গুলিভর্তি পিস্তল, চারটি চাপাতি, তিনটি ককটেল, কাটার ও হাতুড়িসহ হামলাকারীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতের পাশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে হামলা হয়। এতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। এ সময় এক গৃহবধূ এবং এক হামলাকারী নিহত হন।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল ইসলাম। একাধিক নামে পরিচিত তিনি। শফিউল ইসলাম ওরফে শরীফুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল ওরফে সোহান। তিনি র্যাবের হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস