বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

‘বন্দুকযুদ্ধে’নিহতের ঘটনায় আসামি যশোর বিএনপি যুবদল ছাত্রদদলের ২০ নেতাকর্মী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৯৯ বার পড়া হয়েছে

 

বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি : যশোর সদর উপজেলার রঘুরামপুরে কথিত বন্ধুকযুদ্ধে নিহতের ঘটনায়ও যশোরে আসামি করা হলো বিএনপি-যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাকর্মীদের। যশোর কোতয়ালী থানা পুলিশের এসআই নুর উন নবী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ জেলা যুবদল ও ছাত্রদলের কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করেছে।

পুলিশের ভাষ্য, সদর উপজেলার রঘুরামপুর গ্রামে দুইদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হন। মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা বিরোধীদলীয় নেতাকর্মী। যদিও এজাহারে তাদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি।

আসামিরা হলেন, মিশনপাড়ার ডিসি বাংলো এলাকার মৃত আফসার আহমেদ সিদ্দিকীর ছেলে মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু (নগর বিএনপির সাধারণ সম্পাদক), শংকরপুর চোপদারপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে বদিউজ্জামান ধনি (নগর যুবদল সাধারণ সম্পাদক), চাঁচড়া ডালমিল এলাকার মৃত আইনুল হকের ছেলে আনসারুল হক রানা (জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক), উপশহর বি ব্লক এলাকার শান্তি জোয়ার্দারের ছেলে সুমন ওরফে প্রেসিডেন্ট সুমন (জেলা ছাত্রদলের সাবেক সভাপতি) বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার গোলাম মোস্তফার ছেলে ফারুক হোসেন (নগর ছাত্রদল সভাপতি), বারান্দীপাড়া কবরস্থান এলাকার মশিয়ার রহমানের ছেলে মোস্তফা আমির ফয়সাল (জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক), চাঁচড়া মধ্যপাড়ার করিম মিয়ার ছেলে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল মেম্বার, চাঁচড়া রায়পাড়া এলাকার জেলা বিএনপি নেতা ইকু চৌধুরীর দুই ছেলে সোহেল চৌধুরী ও সুমন চৌধুরী, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে জাকির হোসেন,

ঘোপ নওয়াপাড়া রোডের বিএনপি নেতা রফিকুর রহমান তোতন মিয়ার ছেলে মিল্টন, নওয়াব আলীর ছেলে সোহাগ, আব্দুল জব্বারের ছেলে মুন্না, উপশহর এস ব্লকের আবু তালেবের ছেলে কবির হোসেন, শহরতলীর ঝুমঝুমপুর এলাকার মৃত ইমান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, সিদ্দিক আহমেদের ছেলে গোলাম রসুল, বকচর এলাকার মৃত কাদের আলীর ছেলে নুরুন্নবী, বারান্দী মোল্লাপাড়ার আব্দুস সামাদ খানের ছেলে বিল্লাল হোসাইন, সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত বারিক মোল্লার ছেলে কুদ্দুস এবং ভাতুড়িয়া দণিপাড়ার মৃত আহমদ আলীর ছেলে হায়দার আলী। আসামিরা সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পুলিশ গত শনিবার দিনগত রাত তিনটার দিকে সংবাদ পায় যে, যশোর-ছুটিপুর রোডে রঘুরামপুর গ্রামে দুইদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে। সংবাদ পেয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে পুলিশ ওই গ্রামে যায়। পুলিশ দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গ্রামের ইমানত মোল্লার বাড়ির প্রাচীরের পাশে এক ব্যক্তির (৩৫) লাশ পড়ে থাকতে দেখা যায়। তার কপালের বাম পাশে এবং মাথার ডানপাশে ত ছিল। ধারণা করা হয়, গুলিতে তার মৃত্যু হয়েছে। আশপাশে ছড়ানো-ছিটানো অবস্থায় একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা, পাঁচটি হাসুয়া এবং সাতটি বিভিন্ন সাইজের স্যান্ডেল উদ্ধার করা হয়। আসামিরা বিভিন্ন গ্রুপের সদস্য। তারা সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরকে আক্রমণ করে এবং গোলাগুলি করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, পলাতক সন্ত্রাসী ফারুক হোসেন এবং সুমন ওরফে প্রেসিডেন্ট সুমন নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই দুই গ্রুপের বাকি সদস্যের নাম-পরিচয় পরে পুলিশ জানতে পারে।

এদিকে পুলিশের দায়ের করা এ মামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে যশোর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আমাদের নেতাকর্মীকে বিগত ৯ বছর ধরে শাসক দলের কল্পিত বিভিন্ন মামলায় জেল-জুলুমের শিকার হয়েছেন। তবে পুলিশ শেষ পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধের মতো ঘটনায় আমাদের নেতাকর্মীদের জড়িয়ে হয়রানি করবে তা কখনও কল্পনা করতে পারেনি। তিনি বলেন, সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে সামনে নির্বাচনকে টার্গেট করে নতুন করে নোংরামি শুরু করেছে।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com