বাংলা৭১নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কয়েদীরা এখন থেকে কারাগার থেকেই স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দুপুরে টাঙ্গাইল কারাগার প্রাঙ্গণে ‘স্বজন’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এটুআই কর্মসূচির মাধ্যমে পাইলট প্রকল্প হিসেবে দেশের টাঙ্গাইল জেলা কারাগারে প্রথম এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে এ ব্যবস্থা চালু করা হবে।
উদ্বোধনী দিনে কারাগারের চারজন বন্দি তাদের স্বজনদের সাথে ফোনে কথা বলেন।
তিান বলেন, কারাগারকে শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে নয়, সংশোধনাগারে পরিণত করতে আরেক ধাপ এগিয়েছে বাংলাদেশ কারা অধিদফতর। বন্দিদের জন্য পরিবারের আরও কাছাকাছি থাকতে চালু করা হলো মোবাইল ফোন সেবা। সাধারণ বন্দিরা এই সুবিধার আওতায় থাকলেও জঙ্গি আর শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবে না।
টাঙ্গাইল জেলা কারাগারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার স্থাপনসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় সার্ভিস ইনোভেশন ফান্ডের সপ্তম পর্বে কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত ‘প্রিজন লিংক’ প্রকল্পটি গ্রহণ করা হয়। এটুআই’র সহযোগিতায় একটি সফটওয়্যার সাজানো হয়েছে। এর মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। মাসে দু’বার করে পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট কথা বলতে পারবেন একজন কারাবন্দি।
কারাগার সূত্র জানায়, একজন কারাবন্দি সর্বোচ্চ দু’টি মোবাইল ফোন নম্বর কারা কর্তৃপক্ষকে দিয়ে রাখবেন। যখন বন্দি মোবাইল ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করবেন, তথনই কারা কর্তৃপক্ষ আপনজনদের ওই দু’টো নম্বরে এসএমএস দিয়ে বন্দিদের কথা বলার দিনক্ষন জানিয়ে দিবেন। কারাগারে ডেভেলপ করা সফটওয়্যারের মাধ্যমে ভেরিফায়েড হওয়ার পর ওই দুটি নম্বরে কথা বলার সুযোগ পাওয়া যাবে।
বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার এ কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতিটি রাজনৈতিক দলের শান্তিপ্রিয় কর্মকান্ড চালোনোর অধিকার রয়েছে। এতে কাউকে বাধা দেয়া হচ্ছে না। নিরাপত্তার জন্য এক স্থান থেকে অন্য স্থানে বা দিন-তারিখ পরিবর্তন করে কর্মসূচি পালন করার কথা বলা হচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে। সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের গণতান্ত্রিক চর্চা করে যাচ্ছে, এতে আমাদের বাঁধা দেয়ার কিছুই নেই। তাহলে আমরাও শান্তিতে থাকতে পারি। এই স্বাধীন দেশে শুধু বিএনপি নয়, সব দলের রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
আইন সবার জন্য সমান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ফারুক হত্যাসহ সব হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেফতার করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ এ সময় বক্তব্য রাখেন । সূত্র: বাসস।
বাংলা৭১নিউজ/জেএস