বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা হেফাজতে থাকা কন্টেইনার থেকে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স (কাপড়) নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র। রোববার (৩ মে) ওই কন্টেইনারটির কায়িক পরীক্ষার সময় বিষয়টি ধরা পড়ে। কাস্টম হাউসের সহকারী কমিশনার (এআইআর) নূর এ হাসনা সানজিদা অনসূয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।
চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, বন্দরের হেফাজতে থাকা একটি ৪০ ফুট কন্টেইনারের সিল কেটে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স নিয়ে গেছে একটি চক্র। এটি করা হয়েছে কাস্টম হাউসে শুল্ক-কর পরিশোধের বিল অব এন্ট্রি ছাড়াই। রোববার অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) টিম কায়িক পরীক্ষাকালে কন্টেইনারটি খালি পায়। কাস্টম হাউসের অনুমতি ছাড়া কন্টেইনার থেকে এভাবে পণ্য গায়েবের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাস্টমসের সহকারী কমিশনার (এআইআর) নূর এ হাসনা সানজিদা অনসূয়া জানান, চুরি হওয়া কন্টেইনারটির আমদানিকারক কেমস ফ্যাশন লিমিটেড। আইজিএম অনুযায়ী কন্টেইনারটিতে ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্সের ঘোষণা থাকলেও কায়িক পরীক্ষায় সেখানে কিছুই পাওয়া যায়নি। মূলত কায়িক পরীক্ষার সময় কন্টেইনারটিতে আসল সিলের বদলে অন্য একটি সিল পাওয়া যায়। তখনি কন্টেইনারের মালমাল চুরির বিষয়টি নজরে আসে।
গত ৩ ফেব্রুয়ারি এমসিসি ডেনাং জাহাজে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কেমস ফ্যাশন লিমিটেডের এসব ফেব্রিক্স।
জানা গেছে, গত ১৯ এপ্রিল নগরের আগ্রাবাদ লাকি প্লাজা এলাকার সিঅ্যান্ডএফ নামের একটি প্রতিষ্ঠানের আর্ট কার্ডের একটি চালান খালাসের জন্য চারটি গাড়ি বন্দরে প্রবেশ করে। এসময় প্রতিষ্ঠানটি অতিরিক্ত আরও দুইটি গাড়ি বন্দরে প্রবেশ করিয়ে ঢাকার সবুজবাগের শতভাগ রফতানিমুখী পোশাক শিল্প কারখানা কেমস ফ্যাশন লিমিটেডের নামে চীন থেকে আমদানি করা ৪০ ফুট দীর্ঘ কন্টেইনারটির পণ্য নিয়ে যায়। এদিকে ওই দু’টি গাড়ির একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো-ট-১৬-০৫৬৯) আটক করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ।
বাংলা৭১নিউজ/পিআর