রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের একটি সড়কের ড্রেন সংলগ্ন গ্যাসলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের একটি সড়কের ড্রেনে হঠাৎ গ্যাসলাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইৎটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি