বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইসলাম উদ্দিন (৫৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচগাও গ্রামে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, কৃষক ইসলাম উদ্দিন মঙ্গলবার সকালে বাড়ীর সামনের বাড়হা হাওরে নিজ জমিতে ধান কাটছিল। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী বজ্রপাতে কৃষক ইসলাম উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/জেএস