বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বজ্রপাতে ও পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের ধুপচাপ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩৫) ও তালা উপজেলার মাগুরা চরগ্রামের শ্কংর মুখার্জীর মেয়ে শুভশ্রী মুখার্জী (৬)। শুভশ্রী তালার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। আজ বুধবার সকালে এ পৃথক দু’টি ঘটনা ঘটে।
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, বিল্লাল সকালে স্ত্রী আছিয়া খাতুনকে সাথে নিয়ে অন্যের পটল খেতে কাজ করছিলেন । এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা উপজেলার গোপালপুর গ্রামের তপন হালদার জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করেন। এ জন্য নাতনি শুভশ্রী মুখার্জীকে তারই বাড়িতে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করান। বেলা ১১ টার দিকে তিনি বাড়ির পাশে গোপালপুর খালে গোসল করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। গোসলের এক পর্যায়ে শুভশ্রী পানিতে ডুবে মারা যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান শুভশ্রীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস