বড় ধরনের উত্থান দিয়ে নতুন বছরের প্রথম কার্যদিবস পার করেছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৯৬ পয়েন্ট বাড়ার পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে পাঁচ প্রতিষ্ঠান।
এমন চাঙা বাজারে ব্লক মার্কেটের লেনদেনে অংশ নিয়েছে ১৯ প্রতিষ্ঠান। সম্মিলিতভাবে এ প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করা ফরচুন সুজ, সিভিও পেট্রোকেমিক্যাল, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং লাভেলো আইসক্রিম রয়েছে।
এদিন ডিএসইর ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া ১৯টি কোম্পানির শেয়ার মোট ৫৭ বারে লেনদেন হয়। এর মধ্যে সব থেকে বেশি ২১ বার লেনদেন হয় ফরচুন সুজের শেয়ার। ৫৭ বারে কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ১২ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকা।
এর মধ্যে ফরচুন সুজের ৩১ লাখ ৬২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকায়। ৮৪ টাকা থেকে ১০১ টাকার মধ্যে এসব শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ লাখ ২২ হাজার শেয়ার ২২ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক।
বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমি পেস্ট্রিসাইডের ৭ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১৯ লাখ ৮৮ হাজার টাকা, এএমসিএল প্রাণের ১৫ লাখ ৪১ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ লাখ ৩৯ হাজার টাকা, বেক্সিমকোর ৩৩ লাখ ৪৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ৩৫ লাখ ৯৭ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৪০ লাখ ৪০ হাজার টাকা এবং ইস্টার্ণ লুব্রিকেন্টের ১৪ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া ই-জেনারেশনের ২৪ লাখ ৫০ হাজার টাকা, লাভেল আইসক্রিমের ২৮ লাখ ৬৫ হাজার টাকা, ওয়ান ব্যাংকের ২৮ লাখ ১২ হাজার টাকা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৯ হাজার টাকা, পেনিনসুলা চিটাগাংয়ের ১ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৮০ হাজার টাকা, আরডি ফুডের ৯ লাখ ১ হাজার টাকা এবং সাইফ পাওয়ারের ৮২ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ