টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ী। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও শ্রমিক-কর্মচারীরা। রাস্তা ও ঘরে পানি উঠায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার শুরু হওয়া টানা বৃষ্টিতে মোংলা বন্দর ও পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জলাবদ্ধ হয়ে পড়েছেন। এছাড়া বুধবার ভোর থেকে থেমে থেমে হালকা-মাঝারী বৃষ্টি হচ্ছে মোংলার উপকূল জুড়ে।
ওয়ার্কশপ মালিক মো. হানজালা হাওলাদার বলেন, বৃষ্টিতে কোনো কাজ কর্ম নেই, তাই অলস বসে থাকতে হচ্ছে। কাজ না থাকলে আয় হবে কিভাবে আর সংসারও চালাবো কেমন করে।
দুধ ব্যবসায়ী সুলতান ফকির বলেন, পাশের উপজেলা রামপালের ফয়লা থেকে দুধ এনে মোংলার বিভিন্ন হাটে-বাজারে বিক্রি করে থাকি, কিন্তু বৃষ্টিতে স্বাভাবিক কাজ কর্ম করতে কষ্ট হচ্ছে।
সামছুর রহমান রোডে বাসিন্দা সালমা বেগম বলেন, বৃষ্টিতে রাস্তায় ও বাড়িতে পানি ওঠেছে। রান্না ঘরে পানি ওঠায় পাঁচদিন ধরে অন্যের বাড়ি থেকে রান্না করে আনতে হচ্ছে।
একই এলাকার নুর নাহার বেগম বলেন, বৃষ্টিতে ঘরে পানি ওঠায় ছেলে-মেয়ে নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে।
মো. সাইফুল ও ফরহাদ হোসেন বলেন, রাস্তার হাঁটু পানি ভেঙ্গে আমাদের চলাফেরা করতে হচ্ছে। আর অফিসে যেতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘ আটবছর ধরেই সামান্য বৃষ্টিতে আমরা জলাবদ্ধতার শিকার হয়ে আসছি। রাস্তা ও ড্রেন কিছুই নেই, রাস্তা দেখলে মনে হয় যেন খাল।
এদিকে বৃষ্টিপাতের কারণে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত তিনটি সারবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজের সার ওঠানামা ও পরিবহণের কাজ। তবে বাকি ছয়টি বিদেশি জাহাজের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।
বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল ও মো. মশিউর রহমান বলেন, ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় সারবাহী জাহাজের কাজ বন্ধ রাখা হয়েছে। আর কয়লা, মেশিনারিসহ অন্যান্য জাহাজের কাজ বেশি বৃষ্টিতে সাময়িক বন্ধ থাকে, বৃষ্টি কমলে শুরু হয়।
বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের স্টাফ সৈকত বর্মন বলেন, বৃষ্টিপাতে বন্দরে জাহাজের স্বাভাবিক কাজ কর্ম বিঘ্নিত হচ্ছে।
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মোংলা বন্দর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। এরপর থেকেই মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে।
মোংলা আবহাওয়া অফিস কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার মোংলা বন্দর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে আবহাওয়া অফিস। এরপর থেকেই মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে মোংলা বন্দরসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। এমন পরিস্থিতি আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।
বাংলা৭১নিউজ/এসএন