বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালী উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ট্রলারে থাকা ১৩ জেলেই সাঁতরে তীরে ফিরেছেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
ট্রলারমালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ঘটিভাঙা) মেম্বার নুরুল আমিন খোকা জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ‘এফবি এম হোছাইন’ নিয়ে শুক্রবার ১৩ মাঝি-মাল্লা মাছ ধরতে যান।
উপকূলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলে এবং বিপুল পরিমাণ লইট্ট্যা মাছসহ অন্যান্য মাছ ধরতে সক্ষম হন জেলেরা।
এ সময় ট্রলারটিতে জেলেরা প্রায় ৩০ মণ মাছ তোলেন। পরে শনিবার সন্ধ্যার দিকে ফেরার পথে নৌকাটি সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় পৌঁছলে সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ওখানেই ডুবে যায়।
ট্রলারটি যখন ডুবেই যাচ্ছে– এটি নিশ্চিত হওয়ার পর জেলেরা টায়ারটিউব, ছোট ট্যাংক ইত্যাদি নিয়ে সাঁতরে উপকূলে ফেরার উদ্যোগ নেয়। এ সময় সাগরে থাকা অন্য মাছ ধরা ট্রলার ওই জেলেদের উদ্ধারে এগিয়ে আসে। কেউ কেউ সাঁতরে উপকূলে ফিরতে সক্ষম হন।
নুরুল আমিন আরও জানান, সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুক্রবার তার মালিকানাধীন তিনটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে ‘এফবি এম হোছাইন’ দুর্ঘটনার কবলে পড়ে।
তবে স্থানীয় জেলেরা জানান, ধারণক্ষমতার অতিরিক্ত মাছ বোঝাই করার কারণে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
বাংলা৭১নিউজ/এমএস