বাংলা৭১নিউজ,ঢাকা: ‘বিল্ডিং কোড’ না মেনে নকশা অনুমোদন ছাড়া গড়ে তোলা বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণার পরই ফায়ার সাভির্সের ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের কাজ শুরু হয়েছে।
এ সময় অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজধানীর বঙ্গবাজারকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। একটি সতর্কতামূলক ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছে মার্কেটটির সামনে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাষ্ট্রীয় এই সংস্থাটি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হবে।
এর আগে রোববার দুপুরে রাজউক ভবনের রাজউক অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ‘বিল্ডিং কোড’ না মেনে নকশা অনুমোদন ছাড়া গড়ে তোলা বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
সভায় বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এবং ঢাকা শহরে বিদ্যমান ভবনগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে দ্রুত করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
বাংলা৭১নিউজ/এসড