বাংলা৭১নিউজ, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ টুর্নামেন্টে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এ সময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা থানার অফিসার ইনচার্জ এ,কে,এম নুরুল ইসলাম, উপজেলার ১০টি ইউনিয়নের ইউ’পি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও ক্রীড়া ভক্তরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে বোদা পৌরসভা বনাম কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন এবং মাড়েয়া বামনহাট ইউনিয়ন বনাম বড়শশী ইউনিয়ন খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন। টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা অংশ গ্রহন করবেন।
বাংলা৭১নিউজ/জেএস