বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল।
আজ বিকেলে ডা. আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ছিল। ফলে ট্রাইবেকারের মাধ্যমে খেলাটির ফলাফল নির্ধারিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা দলকে ৩-১ গোলে হারায় রংপুর জেলা দল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলে মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস আতাতুর্ক, পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন। খেলাটি দেখতে স্টেডিয়ামে হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস