বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান কিশোর ফুটবলারদের খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
পহেলা সেপ্টেম্বর নেত্রকোনার জেলার বারহাট্টা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে টুর্ণামেন্টের খেলা শেষ হয়েছে।
গতকাল বিকেলে নেত্রকোনায় নব নির্মিত আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আন্তঃ উপজেলা পর্যায়ের ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ খান বিমল, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জাতীয় ফুটবলার অমিত খান সুভ্র, মাসুদ খান জনি, জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী, নেত্রকোনা ক্রীড়া সংস্থার সম্পাদক সাইদুর রহমান, নেত্রকোনা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফ খান বিপ্লব, বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব সিদ্দিকী, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসারসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে খালিয়াজুরী উপজেলা একাদশ বারহাট্টা উপজেলা একাদশের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে খালিয়াজুরী উপজেলা একাদশ ৩-১ গোলে বারহাট্টা উপজেলা একাদশকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করে।
জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী জানান, অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে জেলার সেরা ৪০ জন ফুটবলারকে নিয়ে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের আয়োজন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস