বাংলা৭১নিউজ,ডেস্ক:নড়াইলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক শিশুদের চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, শিশু কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোকের মাস উপলক্ষে আজ সোমবার সকালে শহরের গোহাটখোলা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মলয় কুমার কুন্ডু, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, বঙ্গবন্ধু স্কোয়াডের জেলা সমন্বয়ক যুবলীগ নেতা মাহফুজুর রহমান, স্কুল শিক্ষক মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ ইউনুস শেখ, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সদস্য আহমেদ শাকিল, এস এম শাহ পরাণ, সোহাগ ফরাজি, শাহরিয়ার রাজ, মোরশেদ নেওয়াজ, শেখ সাদি, শামীম হোসেন, মাইনুর হাসান মুন্না প্রমুখ।
বাংলা৭১নিউজ্/এবি