গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
রোববার (১ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন হাবিবুর রহমান।
বাংলা৭১নিউজ/এসএইচ