বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে ডিআরইউ’র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ডিআরইউ’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, মুহিবুল্লাহ মুহিব এবং সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন।
পরে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ