বাংলা৭১নিউজ, ঢাকা: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকালে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে পরিদর্শণ বইতে স্বাক্ষর করেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম হাসিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো: মহসিন হোসেন, ক্রীড়া সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক কাওসার আজম এবং কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন, কামাল মোশারেফ ও ডিআরইউ সদস্য জিয়াদুর রহমান জিহাদ।
বাংলা৭১নিউজ/বিকে