বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে আজ সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজেন্দ্র কলেজে এসে শেষ হয়। এছাড়াও জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি আনন্দ শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ৮টায় রাজেন্দ্র কলেজ ক্যাম্পসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার হোসেন এর পক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও জেলা আওয়ামী লীগ এর নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পুলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন সংগঠণ।
পুস্পস্তবক অর্পনের পর জেলা প্রশাসনের আয়োজনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস