বাংলা৭১নিউজ, রাজশাহী : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই- ‘ট্রাম্প সাহেব, আমার বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেবেন। তা না হলে মানবতা ভুলুণ্ঠিত হয়ে যাবে। আপনি তাদের ফেরত দেন, আপনার প্রতি বাংলাদেশের মানুষের সম্মান আরও বেড়ে যাবে।’
রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে আজ দুপুরে সন্ধানীর কেন্দ্রীয় ৩৬তম ষান্মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের প্রতি এই আহ্বান জানান মন্ত্রী।
সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাহারুল হোসাইন খান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই ইসলামের নামে দেশে জঙ্গিবাদ ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। কিন্তু এ দেশে অপরাধ করে কোনো ছাড় পাওয়া যায় না। এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর ৫ খুনির ফাঁসি হয়েছে। বাকিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। যারা জঙ্গিবাদ ছড়াচ্ছেন, তাদেরও বিচার হবে।
সভায় ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, অ্যাপ্রোন পরলে আগে সেবা, পরে রাজনীতি। মনে রাখতে হবে, চিকিৎসকদের দায়িত্বটাই সবার আগে। মানুষের সেবা করার মানসিকতা না থাকলে চিকিৎসা পেশায় আসার দরকার নেই। কারণ মানুষকে সেবা করার মধ্য দিয়েই মানুষের মহত্ব ফুটে ওঠে। রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়াটাও কোনোভাবেই কাম্য নয়।
মন্ত্রী বলেন, সন্ধানীর প্রতিটি কাজের সহযোগিতা করবে সরকার। সন্ধানীকে আগে অ্যাম্বুলেন্স দিয়েছি ঢাকায়। এবার দেব রাজশাহীতে। খুব তাড়াতাড়ি শিক্ষানগরী রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজও শুরু হবে। এরই মধ্যে বাইপাসে জমি দেখা হয়েছে। পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের প্রক্রিয়া চলছে। উপাচার্যও নিয়োগ হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রাক্তন মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ডা. একেএম সালেক, মহাসচিব ডা. জয়নাল আবেদিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. এসআর তরফদার, রাজশাহী মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নওশাদ আলী প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস