শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বঙ্গবন্ধুর উন্নয়নের পথ ধরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ-বাণিজ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৫ মার্চ, ২০১৮
  • ২৪০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ,ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বাঙ্গালী বীরের জাতি, চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানে। বঙ্গবন্ধর নেতৃত্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা শুণ্য হাতে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ৩ বছর ৭ মাস দেশ পরিচালনা করে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন।
বঙ্গবন্ধুর উন্নয়নের পথ ধরে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির পথে সফল ভাবে এগিয়ে যাচ্ছে। নির্ধারিক লক্ষ্যে পৌছাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি বা বিশে^র দরিদ্র দেশের মডেল নয়, উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে তৈরী পোশাক শিল্পে শিশুশ্রম বন্ধ এবং রপ্তানিতে কোটা প্রথা বাতিল করা হয়েছিল।
বাংলাদেশ সে চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরী পোশাক রপ্তানি কারক দেশ। বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ। বিশ^ বাণিজ্যে বাংলাদেশের সম্ভাবনা খুবই উজ্জল। ঔষধ, আইসিটি, ফার্নিচার, জাহাজ নির্মানসহ বেশ কিছু ক্ষাতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। ষোলকোটি মানুষের বাংলাদেশের অভ্যন্তরিন চাহিদা পূরণ করে ১২৯টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের তৈরী ঔষধ। উন্নত বিশে^ রপ্তানির ক্ষেত্রে শর্তশিথিলের মেয়াদ ২০৩৩ সালের জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাবার ফলে ঔষধ রপ্তানিতে বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২১ সালে বাংলাদেশের রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এজন্য আমাদের সমুদ্র বন্দরগুলো রপ্তানি বান্ধব হতে হবে। বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।
বাণিজ্যমন্ত্রী আজ (২৫মার্চ) ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তরণ: নৌপরিবহন সেক্টরে অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, জাতিসংঘ, বিশ^ব্যাংক,এডিবিসহ বিশে^র সকল উন্নয়ন সংস্থা বাংরাদেশের উন্নতির প্রশংসা করছে। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল বিএনপি বাংলাদেশে উন্নতি খুজে পায় না। অথচ তারা দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছিল। মানুষের কল্যাণে গড়ে তোলা ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পদ্মা সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, কর্মফুল টানেল, মেট্রোরেল নির্মাণের মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে চলছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের ৩৫ ভাগ মানুষ পানি পথে যাতায়াত করে। নদীপথ অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশৃঙ্খল অর্থনীতিকে সুশৃঙ্খল করেছেন। দেশের অর্থনীতি এখন সঠিক পথেই পরিচালিত হচ্ছে। দেশের দরিদ্র ও হত দরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। মানুষ এখন কর্মমূখী হয়েছে। মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এলডিসি থেকে উন্নয়নশীদেশে পরিনত হয়েছে।
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর(অব.) রফিকুল ইসলাম,বীরউত্তম,এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুস সামাদ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com