বাংলা৭১নিউজ, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যার ষড়যন্ত্র করেছিল তাদের চিহিৃত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ দুপুরে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ‘যারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যার পৃষ্ঠপোষক ও আড়াল থেকে মদদ দিয়েছিলো, তাদেরকে আজ জাতির সামনে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সেই কালো রাতের পূর্বে ও পরে যারা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র, আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিল তাদেরকেও চিহ্নিত করতে হবে।’
সরকারকে স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘একটি স্বাধীন কমিশন গঠন করে আড়ালে থাকা ১৫ আগস্টের ষড়যন্ত্রকারী ও পৃষ্ঠপোষকদের খুঁজে বের করতে হবে।’
এখনও বঙ্গবন্ধুর যেসব খুনিদের রায় কার্যকর হয়নি, তাদের অতি দ্রুত খুঁজে বের করে রায় কার্যকরের দাবি জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজান উদ্দিন বলেন, ‘রাজনীতি হচ্ছে বিজ্ঞান ও শিল্পের সমন্বয়। আর বঙ্গবন্ধু এই দু’টির সমন্বয়েই রাজনীতি করতেন। তাই তিনি এত বড়ো রাজনীতিবিদ হয়েছেন।’
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এম এ মালেক, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ডা. নুজহাত চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক কুদ্দুস আফরাদ প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস