বাংলা৭১নিউজ,ঢাকা: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে চলচ্চিত্র নির্মাণ না হওয়া দুঃখজনক। এই মহান নেতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে সরকার সর্বাত্মক সহায়তা করবে।
মঙ্গলবার রাজধানীর হোটেল রাজমনি ঈশাখাঁতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ সময়ের দাবি’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম, বাংলাদেশ।
শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্থপতি। বাঙালির জাতির ইতিহাসে বঙ্গবন্ধু এক মহাকাব্য, একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুকে নিয়ে ইতোমধ্যে অসংখ্য কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, নাটক, স্বল্প দৈঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি নির্মিত হয়েছে। কোন রাজনৈতিক নেতাকে নিয়ে এত বেশি কবিতা, কাব্যগ্রন্থ, গল্প, উপন্যাস, নাটক, স্বল্প দৈঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি নির্মাণের ঘটনা পৃথিবীতে বিরল। তবে এখনও কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হয়নি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলে সরকার তাকে সর্বাত্মক সহায়তা করবে। আর এই চলচ্চিত্র নির্মাণ হবে জাতির জন্য সবচেয়ে বড় উপহার ।’
আমির হোসেন আমু বলেন, ‘সরকার দেশীয় মেধাসম্পদ ও উদ্ভাবকের স্বার্থ সুরক্ষায় সচেষ্ট। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প মন্ত্রণালয় চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা করেছে। এই শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার ইতিবাচক সামাজিক পরিবর্তনের নতুন ধারা সূচনা করেছে। একে এগিয়ে নিতে হলে সুস্থ ধারার জীবন ঘনিষ্ট চলচ্চিত্র নির্মাণ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে অশ্লীল ও মূল্যবোধ বিরোধী চলচ্চিত্র নির্মাণ পরিহার করতে হবে।’
শিল্পমন্ত্রীর সঙ্গে সহমত পোষণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হয়নি, এটা দুখঃজনক। এর রকম চলচ্চিত্র নির্মাণ করা এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুকে নিয়ে কেউ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলে সরকার তাকে সহায়তা করবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তা করার এক ধাপ এগিয়ে যাবে।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মদ ও শিল্পকলা একাডেমির প্রাক্তন পরিচালক সফি কামাল প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস