মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়ায় হাসপাতালে রোগী দেখতে গিয়ে যুবক খুন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়ায় হাসপাতালে রোগী দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম নয়ন মিয়া (৩০)।

রোববার মধ্যরাতে শহরের নিশিন্দারা চকরপাড়ার একটি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া পেশায় প্রাইভেটকারচালক। তিনি নিশিন্দারা মধ্যপাড়ার আবদুল মজিদের ছেলে।

এলাকাবাসী জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা নিশিন্দারা খাপাড়া এলাকায় নয়নের খালাতো ভাই তুহিনের (২২) পেটে ছুরিকাঘাত করে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার রাতে নয়ন তার ভাই তুহিনের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান। সেখান থেকে ফিরে নুরারি মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। রাত ১১টার দিকে নিশিন্দারা চকরপাড়ায় ওমর ফারুক স্কুলের পেছনে একটি বাগানে তাকে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা নয়নকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল গফুর জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি; পরিবারের সদস্যরাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি রাতে ইসলামী জলসা থেকে ফেরার পথে তার খালাত ভাই তুহিনকে ছুরিকাঘাত করা হয়। অনেকের ধারণা, ওই দুর্বৃত্তরাই নয়নকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোমবার সকাল পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি বলে জানান সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com