বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ায় স্বামীর মাধ্যমে এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন এক নার্স। গতকাল শুক্রবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি গণমাধ্যমকে বলেন, শরীরে করোনার কোনো উপসর্গ না থাকায় ওই নারীকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, এ ঘটনার তিন দিন আগে নিজের স্বামীকে বাসা ছাড়তে বাধ্য করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্মরত ওই নার্স। কারণ গত ২৮ এপ্রিল তাঁর স্বামীকে বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তর থেকে করোনা পজিটিভ বলে ঘোষণা দেওয়া হয়।
এদিকে করোনায় আক্রান্ত ওই নার্সকে নিয়ে বিপাকে পড়েছেন শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ। কেননা এরই মধ্যে ওই হাসপাতালে কর্মরত একাধিক নার্সসহ অন্যান্য স্টাফদের সংস্পর্শে গেছেন তিনি। তাই বিষয়টি জানার পর খোঁজ নিয়ে চারজন নার্স এবং একজন ক্লিনারকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বগুড়া শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, করোনায় আক্রান্ত ওই নার্সের সংস্পর্শে যাওয়া পাঁচজনকে বৃহস্পতিবার হোম কোয়ারেন্টিনে পাঠানোর পাশাপাশি ২ চিকিৎসকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, শনিবার সবারই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/এফএস