বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বগুড়ায় বিটুল (১৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিটুলসহ ৫/৬ জন যুবক তিনটি মোটরবাইকেলে পৌর এলাকার রবিবাড়িয়া থেকে পাশের সাবগ্রাম ইউনিয়নের জিগাতলা জাঙ্গালপাড়া গ্রামে যান। এরপর ওই এলাকার চকমিঠুন ঈদগাহের কাছে পৌঁছালে স্থানীয় কিছু যুবকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিটুলের সঙ্গে থাকা কয়েকজন জিগাতলা এলাকার তিন যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন তাদের ধরে পিটুনি দিলে বিটুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত বিটুল শহরের নবাববাড়ী এলাকায় দর্জি শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএফ