বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ১১ জন ও দুই শিশু রয়েছে।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ২৮২ জনের মধ্যে ফলাফলে বগুড়ার ৫৫ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৪১ এর মধ্যে ফলাফলে বগুড়ায় ১৬ জন পজিটিভ। ফলে মোট ৩২৩ পরীক্ষায় বগুড়া জেলায় নতুন ৭১ জন করোনা পজিটিভ।
শনিবার (১৮ জুলাই) সর্বশেষ ফলাফলে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৪০৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৬৫ জন আর মৃত্যু হয়েছে ৭৮ জনের। চিকিৎসাধীন ১৯০৮ জন।
বাংলা৭১নিউজ/এফএ