বাংলা৭১নিউজ, বগুড়া : বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
শনিবার দিবাগত রাত ৩টা দিকে উপজেলার মহিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল তারা প্রণব রায়, শাজাহান, আলমগীর, সামসুল, সোহেল এবং ঝাড়ুদার শ্যামল। নিহত ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই মইনুল ইসলাম ও আবু তাহের। অন্যদের পরিচয় জানা যায়নি।
ঢাকা-বগুড়া মহাসড়কের কুন্দার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ হোসেন বলেন, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলামের নেতৃত্বে নয়জন পুলিশ সদস্য ট্রাকে করে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে পোশাক-পরিচ্ছদ আনতে যাচ্ছিলেন। রাত ৩টার দিকে মহিপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই চার পুলিশ সদস্যসহ ছয়জন নিহত ও ছয়জন আহত হন। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আরো এক পুলিশ সদস্য মারা যান।
বাংলা৭১নিউজ/এম